মৌসুমী হামিদ একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। তার জনপ্রিয়তা বাড়তে থাকে ২০১০-এ লাক্স-চ্যানেল আই সুপারস্টার এ রানার্স আপ হওয়ার পর থেকে। তার পর থেকেই অনেক টিভি শো যেমন: “লাভ র্যাক্টেঙ্গেল (ভালোবাসার চতুষ্কনে)”, রেডিও চকলেট এবং আরো অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন। ২০১৩ সাল থেকেই হামিদ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন ,এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অনন্য মামুনের ব্ল্যাকমেইল (২০১৫), সাফি উদ্দিনের ফুল লেনথ লাভ স্টোরি:পার্ট টু এবং শামিম আহমেদ রনির মেন্টাল (২০১৫)।
প্রাথমিক জীবন
মৌসুমী হামিদ তালা উপজেলা ,সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবা গাজী আব্দুল হামিদ এবং মা হচ্ছেন মাহমুদা হামিদ। তবে পৈতৃক নিবাস হচ্ছে সাতক্ষীরা তে। দুই ভাই বোনের মধ্যে তিনি বড়। তার ছোট ভাইয়ের নাম মীম। বর্তমানে বসবাসা করছেন উত্তরায়।তার সবচেয়ে কাছের বন্ধুর নাম বিথী। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংও করে থাকেন।
২০১০ সালে লাক্সতারকা হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। তিন মাধ্যমিক দিয়েছেন পালা গভ: গার্লস স্কুল সাতক্ষীরা এবং উচ্চমাধ্যমিক দিছেন সাতক্ষীরা গার্লস কলেজ থেকে। পরবর্তীতে খুলনা আজম খান কমার্স কলেজ থেকে মেনেজেম্যান্টের উপর গ্রেজুয়েশন করেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি নাচ,গান বিভিন্ন হস্তশিল্পেও পারদর্শী।এর পর ঢাকায় চলে যান মিডিয়া জগতে প্রবেশের জন্য।
টেলিভিশন
২০১১ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টারে তিনি রানার্স আপ হন। এরপর টেলিভিশন ধারাবাহিক রশ্নি’ এ অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। এর পর আরো অনেক টেলিভিশন ধারাবাহিকেও তিনি অংশগ্রহণ করেন। যেমন: রেডিও চকলেট,ভালোবাসার চতুষ্কনে।
চলচ্চিত্র
মৌসুমী হামিদ ২০১৩-এ না মানুষ চলচ্চিত্রে অংশগ্রহণের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন কিন্তু ২০১৪-এ হাডসনের বন্দুক চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন।মৌসুমী হামিদ অভিনীত সপ্তম সিনেমা ‘গোর’ ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতে নির্মিত হয়েছে।
চলচ্চিত্র জীবন
- না মানুষ স্বল্প পরিসরে মুক্তি
- হাডসনের বন্দুক
- জালালের গল্প
- ব্ল্যাক মানি
- ব্ল্যাকমেইল
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২
- রানা পাগলা – দ্য মেন্টাল
- ২০২০ গোর
- মিশন সিক্স
- বাদাবন
পুরস্কার ও মনোনয়ন
- আরটিভি স্টার অ্যাওয়ার্ডস (২০১৩ সেরা অভিনেত্রী)
আরও দেখুনঃ