Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

মেহজাবিন চৌধুরী । মডেল ও অভিনেত্রী

মেহজাবিন চৌধুরী

মেহজাবিন চৌধুরী বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

প্রাথমিক জীবন

মেহজাবিনের পৈতৃক নিবাস চট্টগ্রামে। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবিন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন। ও লেভেলে পড়াশুনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।জীবনের একাংশ কাটিয়েছেন আরবে। তবে অভিনয় ও মডেলিংয়ের প্রতি ভালোবাসার বশেই ফিরে এসেছিলেন নিজের দেশে।অসংখ্য বাংলা নাটক ও ধারাবাহিকে তার অসামান্য প্রতিভা ও অভিনয় গুন দর্শকদের নজর কেড়েছে।

অভিনয় জীবন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে।

২০১০ সালে তিনি তিনটি নাটকের অভিনয় করেন ‘চেনা হোয়ে ইয়া ওচেনা’,  ‘আনলিমিটেড হাশো’ এবং ‘আর ইং’। ২০১২ সালে তিনি আরেকটি নাটক অভিনয় করেন নো প্রবলেম।২০১৩ সালে, তিনি আফরান নিশোর সাথে  ‘ওপেখার ফটোগ্রাফি’ , তাহসানের সাথে ‘মোটার মনের মন’ এবং সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন।’Tiar Ces Porbo’ সাজু খাদেমের সাথে। একই বছরে, তিনি অভিনেতা শজলের সাথে ‘তুলা রাশির চেলে’,  ‘ওবশেসে অননোকিচু’,  ‘তুমি রবীন্দ্রনাথের ওমিত ন’ ,  ‘গোরু জোখন গুরু ‘, ‘দরজা খোলা চিলো’,  ‘ভুল থিকানাই যাত্রা’ এর সাথে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। , ‘দরজা খোলা চিলো’,  ‘ভুল থিকানাই যাত্রা’।

ঈদুল আযহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি। ২০২০ সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে। ‘থার্ড আই’ তার লেখা প্রথম নাটকের গল্প।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার 2009 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন এর অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো” সিন্ধুপারে”। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ. এরপর তিনি একের পর এক নাটকে কাজ করছেন।

  সম্পত্তি, আয়ের উৎস ও পেশা

মেহজাবিন চৌধুরী ভাইয়ের উৎস হচ্ছে মডেলিং এবং অভিনয়। তার মোট সম্পদের পরিমাণ ৮ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় দশ কোটি টাকা।

পুরস্কার ও মনোনয়ন

আরও দেখুনঃ

Exit mobile version