মালা সিনহা । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

মালা সিনহা নেপালী ভাষাভাষী বিখ্যাত নেপালী-ভারতীয় অভিনেত্রী। একাধারে তিনি হিন্দি, বাংলা ও নেপালী চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 

মালা সিনহা । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মালা সিনহা । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

জন্ম কলকাতায়। প্রথাগত শিক্ষা ম্যাট্রিক পর্যন্ত। প্রথম চলচ্চিত্রাভিনয় পিনাকী মুখোপাধ্যায় পরিচালিত যোগ বিয়োগ (১৯৫৩) ছবিতে। মাত্র উনিশটি বাংলা ছবিতে কাজ করলেও বেশির ভাগ ক্ষেত্রেই নায়িকা বা সমতুল্য ভূমিকায় অভিনয় করেছেন। পিনাকী মুখোপাধ্যায় ছাড়াও কাজ করেছেন অর্ধেন্দু মুখোপাধ্যায়, সুকুমার দাশগুপ্ত, চিত্ত বসু, নীরেন লাহিড়ী, তপন সিংহ, অজয় কর প্রভৃতি চলচ্চিত্র পরিচালকদের সাথে।

 

মালা সিনহা । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জয় বৈষ্ণ দেবীতে অভিনয় জীবনের সূত্রপাত ঘটে তার। পরবর্তীতে শ্রীকৃষ্ণ লীলা, যোগ বিয়োগ ও ঢুলিতে অংশ নেন তিনি। প্রথিতযশা বাঙালী পরিচালক অর্ধেন্দু বসু বিদ্যালয়ের একটি নাটকে তার অভিনয় দেখেছিলেন ও নায়িকা হিসেবে রোশনারা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার পিতার কাছ থেকে অনুমতি নেন। এভাবেই সিনেমাসুলভ অভিষেক ঘটে তার।

১৯৫০-এর দশকের শুরু থেকে ১৯৭০-এর দশকের শেষভাগ পর্যন্ত হিন্দি চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন ও শীর্ষস্থানীয় অভিনেত্রীর মর্যাদা লাভ করেন। সিনহা শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 

মালা সিনহা । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কিশোর কুমারের বিপরীতে লুকোচুরি নামক বাংলা ছবিতে অন্যতম নায়িকার ভূমিকায় ছিলেন তিনি। প্রদীপ কুমারের বিপরীতে প্রথম হিন্দি চলচ্চিত্র বাদশাহ ও পরবর্তীতে একাদশীতে অভিনয় করেন।

অভিনীত উল্লেখযোগ্য চরিত্র রানী (চুলী, ১৯৫৪); ওরা (পুত্রবধূ, ১৯৫৬), মীনা ( পৃথিবী আমারে চায়, ১৯৫৭), রীতা (লুকোচুরি, ১৯৫৮), সুজাতা (বন্ধু, ১৯৫৮), রূপা (সাথীহারা, ১৯৬১), অভয়া (অভয়া ও শ্রীকান্ত, ১৯৬৫) ইত্যাদি। পরবর্তী সময়ে সিনহা বোম্বে চলে যান এবং সেখানেও হিন্দী চলচ্চিত্র জগতে জনপ্রিয় নায়িকা হিসাবে প্রতিষ্ঠা পান।

 

google news logo

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫৩ রোশেনারা, যোগ বিয়োগ
  • ১৯৫৪ ভক্ত বিশ্বমঙ্গল, ঢুলী,
  • ১৯৫৫ চিত্রাঙ্গদা:
  • ১৯৫৬ পুত্রবধূ,
  • ১৯৫৭ পৃথিবী আমারে চায়, সুরের পরশে,
  • ১৯৫৮ লৌহকপাট, বন্ধু, লুকোচুরি,
  • ১৯৫৯ ছবি, খেলাঘর
  • ১৯৬০ শহরের ইতিকথা,
  • ১৯৬১ রায়বাহাদুর, সাথীহারা,
  • ১৯৬৫ অভয়া ও শ্রীকান্ত,
  • ১৯৭৬ দম্পতি
  • ১৯৭৭ কবিতা।

 

আরও দেখুনঃ

Leave a Comment