বুদ্ধদেব ঘোষ

বুদ্ধদেব ঘোষঃ বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।

দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

 

বুদ্ধদেব ঘোষ । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বুদ্ধদেব ঘোষ

 

জন্ম কলকাতায়, ছোটবেলা থেকেই অঙ্কনে পারদর্শিতা ছিল। প্রথাগত শিক্ষা শেষ করে নিউ থিয়েটার্সে এবং পরে ইন্দ্রপুরী স্টুডিওতে কিছুদিন শিল্প নির্দেশনার কাজ শেখেন। স্বাধীন শিল্প নির্দেশক হিসাবে তার প্রথম কাজ তপন সিংহ পরিচালিত আদালত ও একটি মেয়ে (১৯৮২)।

 

বুদ্ধদেব ঘোষ । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মাত্র দুই দশকের চলচ্চিত্র জীবনে প্রায় চল্লিশটি ছবির শিল্প নির্দেশনা দিয়েছেন। কাজ করেছেন অরবিন্দ মুখোপাধ্যায়, দেব সিংহ, পান্না হোসেন, অমল দত্ত, শমিত ভঞ্জ, অশোক বিশ্বনাথন, বাবলু সমাদ্দার ছাড়াও আরও অনেক চলচ্চিত্র কারের সাথে।

 

google news logo

 

চলচ্চিত্রপঞ্জি—
  • ১৯৮২ আদালত ও একটি মেয়ে
  • ১৯৮৪ প্রায়শ্চিত্ত, সীমন্তরাগ:
  • ১৯৮৫ লুম্বুল
  • ১৯৮৬ কেনারাম বেচারাম
  • ১৯৮৭ আবীর:
  • ১৯৮৮ আঘাত, কিডন্যাপ,
  • ১৯৯০ অগ্নিকন্যা, শেষ আঘাত:
  • ১৯৯১ জীবনপ্রদীপ, নজরবন্দী, প্রেম পূজারী:
  • ১৯৯২ অধিকার, ধর্মযুদ্ধ, ক্রোধী:
  • ১৯৯৩ কন্যাদান, ফিরে পাওয়া, শঙ্কা, সোনমরাঙ্গা, শ্রীমতী:
  • ১৯৯৪ অতিক্রম, কালপুরুষ, রাজার রাজা, সাগর:
  • ১৯৯৫ রঙীন বসন্ত।
  • ১৯৯৬ শূন্য থেকে শুরু, পরিক্রমা
  • ১৯৯৭ অভিশপ্ত প্রেম, ভালোবাসা, একালের কালপুরুষ,
  • ১৯৯৮ চৌধুরী পরিবার:
  • ১৯৯৯ দাদা ভাই, দাবীদার, রাজদণ্ড, যুগাবতার লোকনাথ
  • ২০০০,কলঙ্কিনী বধু, রূপসী দোহাই তোমায়, প্রেম প্রীতি ভালোবাসা।

 

আরও দেখুনঃ

Leave a Comment