বীরেন্দ্রনাথ সরকার , জন্ম বিহারের ভাগলপুরে। পিতা নৃপেন্দ্রনাথ সরকার ছিলেন অবিভক্ত বাংলার এ্যাডভোকেট জেনারেল। হিন্দু স্কুল থেকে ম্যাট্রিক, প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য লন্ডন যান এবং সেখানকার সিটি এ্যান্ড গিল্ডস কলেজ থেকে কারিগরি বিদ্যায় ডিগ্রি লাভ করেন।
১৯২৭ সালে দেশে ফিরে আসার পর পি.এন. রায় (প্রমথনাথ রায়) এর সাথে যৌথ উদ্যোগে একটি সিভিল ইঞ্জিনিয়ারিং-এর সংস্থা তৈরি করেন এবং কলকাতা পুরসভার কিছু কাজ করলেও পরে পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
বীরেন্দ্রনাথ সরকার
চলচ্চিত্র জগতে প্রথম পদার্পণ নির্বাক ছবি – বুকের বোঝা (১৯৩০) এর যুগ্ম প্রযোজক হিসাবে। অন্য জন ছিলেন বিখ্যাত ইম্প্রেসারিও হরেন ঘোষ।
নির্বাক যুগেই বীরেন্দ্রনাথ নিজস্ব প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রাফট গঠন করেন এবং চোরকাঁটা (১৯৩১), চাষার মেয়ে (১৯৩১) ছবি দুটি নির্মাণ করেন। ১৯৩১ সালে তিনি তাঁর বিখ্যাত প্রযোজনা সংস্থা নিউ থিয়েটার্সের জন্ম দেন।
নিউ থিয়েটার্স তৈরির আগেই তিনি তাঁর নিজস্ব চিত্রগৃহ ‘চিত্রা’র দ্বার উদ্ঘাটন করেন। পরে তিনি ‘নিউ সিনেমা’ নামে আরও একটি চিত্রগৃহ প্রতিষ্ঠা করেন। নিজস্ব প্রযোজনায় নির্মিত ছবিগুলির মুক্তির বিষয়ে নিশ্চয়তা তৈরির এই চেষ্টার মধ্য দিয়ে তাঁর দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায়।
নিউ থিয়েটার্স প্রযোজিত প্রথম ছবি দেনাপাওনা (১৯৩১)। এই ছবি সহ প্রথম আটটি ছবি বাণিজ্যিক সাফল্য না পেলেও দেবকী বসু পরিচালিত চণ্ডীদাস (১৯৩২) বক্স অফিসে সাফল্য পায়। বাংলা ভাষায় নির্মিত ৬০টি ছবি সহ হিন্দী, উর্দু, তামিল, তেলুগু এবং ইংরাজি ভাষায় (কাহিনিচিত্র, কার্টুনচিত্র, তথ্য ও সংবাদচিত্রগুলির মোট সংখ্যা ১৬৫) নিউ থিয়েটার্সের ছত্রচ্ছায়ায় নির্মিত হয়। নিউ থিয়েটার্স প্রযোজিত শেষ ছবি বকুল (১৯৫৫, হিন্দী)।
চলচ্চিত্র প্রযোজনা ছাড়াও চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। তাঁর সভাপতিত্বে ১৯৩৮ সালে ফরিদপুরে অনুষ্ঠিত হয় প্রথম মোশন পিকচার্স কংগ্রেস’।
পাঁচের ও ছয়ের দশকে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার প্রতিষ্ঠিত বিভিন্ন কমিটিগুলিতে কখনও অন্যতম সদস্য হিসাবে আবার কখনও সভাপতি হিসাবে তিনি যুক্ত ছিলেন। ১৯৭০ সালে ভারত সরকার তাকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার এবং ‘পদ্মভূষণ’ দিয়ে সম্মান জানায়। ১৯৮০ সালে তাঁর বর্ণময় জীবনের পরিসমাপ্তি ঘটে।
প্রকাশনা—
বাগীশ্বর ঝা-এর লেখা বি এন. সরকার এ মনোগ্রাফ (ইংরাজি) গ্রন্থটি সীগাল বুকস থেকে প্রকাশিত হয়।
আরও দেখুনঃ