বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, জন্ম কলকাতায়। প্রথাগত শিক্ষা স্নাতক পর্যায় পর্যন্ত। প্রথম চলচ্চিত্রাভিনয় অগ্রগামী পরিচালিত ডাক হরকরা (১৯৫৮) ছবিতে।

 

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় ষাটটি বাংলা ছবির পাশাপাশি হিন্দী ছবিতেও অভিনয় করেছেন। কাজ করেছেন চিত্ত বসু, সুধীর মুখোপাধ্যায়, অগ্রদূত, অর্ধেন্দু চট্টোপাধ্যায়, পীযূষ গঙ্গোপাধ্যায়, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত সহ বহু পরিচালকের সাথে। অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র। পানু (শেষ পর্যন্ত, ১৯৬০); কমল (দুই ভাই, ১৯৬১) দর্পনারায়ণ (দাদাঠাকুর, ১৯৬২); অরুণ (মণিহার, ১৯৬৬) সুবিমল (ছোট্ট জিজ্ঞাসা, ১৯৬৮)। শংকর (কুহেলি, ১৯৭১) ইত্যাদি।

 

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনয়ের পাশাপাশি পরিচালনা করেছেন ছোট্ট জিজ্ঞাসা (১৯৬৮), রক্ততিলক (১৯৭৪), অবিচার (১৯৮১), সোরগোল (১৯৮৪) এবং আদরিণী (২০০৩)। এই ছবিগুলির বেশিরভাগই নিজের চিত্রনাট্য অবলম্বনে তৈরি এবং ছোট্ট জিজ্ঞাসা ও আদরিণী ছবি দুটি তাঁর নিজের প্রযোজনায় তৈরি হয়েছিল।

চিত্রাভিনয় এবং পরিচালনার সাথে সাথে রক্ততিলক (১৯৭৪), দুইবোন (১৯৭৬), রঙের সাহেব (১৯৭৮), করুণাময়ী (১৯৭৮), আদরিণী (২০০৩) এবং শেষ আশ্রয় (২০০৪) ছবিগুলিতে নেপথ্য সংগীত পরিবেশনও করেছেন।

 

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

চিত্রাভিনয়ের সাথে মঞ্চে অভিনয়ও করেছেন এবং তাঁর গাওয়া গানের রেকর্ডও প্রকাশিত হয়েছিল। স্বনামধন্য অভিনেতা প্রসেনজিৎ এবং অভিনেত্রী পল্লবী তাঁর সন্তান।

দীর্ঘদিন হিন্দী ছবিতে অভিনয়ের সাথে বেতারনাটক এবং দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন।

 

google news logo

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫৮ ডাক হরকরা, কংস
  • ১৯৫৯ মায়ামৃগ, শেষ পর্যন্ত, নতুন ফসল:
  • ১৯৬১ কঠিন মায়া, আশায় বাঁধিনু ঘর, দুই ভাই
  • ১৯৬২ সরি ম্যাডাম, বসু, মায়ার সংসার, দাদাঠাকুর, নব দিগন্ত, ধূপছায়া,
  • ১৯৬৩ এক টুকরো আগুন, ত্রিধারা, আকাশ প্রদীপ, হাসি শুধু হাসি নয়:
  • ১৯৬৪ গোধূলি বেলায়, অগ্নিবন্যা, প্রভাতের রঙ,
  • ১৯৬৫ তৃষ্ণা, প্রথম প্রেম, একটুকু ছোঁয়া লাগে,
  • ১৯৬৬ মণিহার
  • ১৯৬৮ চৌরঙ্গী, ছোট্ট জিজ্ঞাসা, গড় নাসিমপুর
  • ১৯৭১ প্রতিবাদ চৈতালী, কুহেলি
  • ১৯৭৩ আমি সিরাজের বেগম:
  • ১৯৭৪ প্রান্তরেখা, রক্ততিলক:
  • ১৯৭৭ ভোলা ময়রা, বাবা তারকনাথ, ছোট্ট নায়ক
  • ১৯৭৮ সাত ভাই চম্পা, করুণাময়ী, রঙের সাহেব
  • ১৯৭৯ ভাগ্যলিপি:
  • ১৯৮১ অবিচার
  • ১৯৮২ মেঘমুক্তি সোনার বাংলা
  • ১৯৮৪ অমরগীতি, সোরগোল
  • ১৯৮৫ হরিশ্চন্দ্র শৈব্যা
  • ১৯৮৭ রাধারাণী, নিশিবাসর,
  • ১৯৮৮ রাতের কুহেলী
  • ১৯৮৯ সংসার:
  • ১৯৯০ কয়েদী
  • ১৯৯২ রূপবান কন্যা।
  • ১৯৯৮ শ্রীমান ৪২০,
  • ১৯৯৯ অনুপমা
  • ২০০৩ আদরিণী:
  • ২০০৪ শেষ আশ্রয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment