বিমল মিত্র, জন্ম কলকাতায়৷ চেতলা স্কুল থেকে ম্যাট্রিক, আশুতোষ কলেজ থেকে বি.এ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাস করেন। দীর্ঘদিন ভারতীয় রেলে চাকরি করেছেন। পঞ্চাশের দশকে তিনি সাহিত্য রচনা শুরু করেন।
বিমল মিত্র
প্রথম উপন্যাস ‘ছাই’ এই দশকেই প্রকাশিত হয়। ‘সাহেব বিবি গোলাম’ উপন্যাস তাঁকে খ্যাতি এনে দেয় এবং চাকরি ছেড়ে তিনি সর্বক্ষণের জন্য সাহিত্য কর্মে মনোনিবেশ করেন। ১০০টিরও বেশি উপন্যাস এবং ৫০০রও বেশি গল্পের রচয়িতা বিমল মিত্র ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন।
তাঁর লেখা কাহিনি অবলম্বনে প্রথম ছবি ভুলের শেষে (১৯৫২) অমর মল্লিকের পরিচালনায় মুক্তি পায়। ছবিটির চিত্রনাট্য রচনা করেন তুলসী লাহিড়ী। কার্তিক চট্টোপাধ্যায়, নীরেন লাহিড়ী, সলিল দত্ত, সলিল সেন, বীরেশ প্রভৃতি পরিচালকেরা তাঁর কাহিনি অবলম্বনে ছবি তৈরি করেছেন।
তাঁর লেখা কাহিনি অবলম্বনে বাংলা ভাষায় ১৩টি কাহিনিচিত্র তৈরি হয়েছে, এর মধ্যে নীরেন লাহিড়ী পরিচালিত তানসেন (১৯৫৮) ছবিতে একক ভাবে এবং কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত গুলমোহর (১৯৬৫) ছবির চিত্রনাট্য পরিচালকের সাথে তিনি যুগ্ম ভাবে রচনা করেন।
কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত নীলাচলে মহাপ্রভু (১৯৫৭) ছবির চিত্রনাট্য রচনার পাশাপাশি উমানাথ গাঙ্গুলীর কাহিনি অবলম্বনে যৌতুক (১৯৫৮) এবং মনোজ বসুর কাহিনি অবলম্বনে জলজঙ্গল (১৯৫৯) ছবির চিত্রনাট্যও তাঁর রচনা।
তাঁর লেখা কাহিনি অবলম্বনে বাংলা ছাড়াও হিন্দী ভাষায় ছবি তৈরি হয়। প্রখ্যাত চলচ্চিত্রকার শুরু দত্ত তাঁর সাহেব বিবি গোলাম উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করেন। চলচ্চিত্র ছাড়াও তাঁর কাহিনি অবলম্বনে দূরদর্শন ধারাবাহিক নির্মিত হয়েছে।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫২ ভুলের শেষে।
- ১৯৫৬ সাহেব বিবি গোলাম
- ১৯৫৭ নীলাচলে মহাপ্রভু (চিত্রনাট্য)
- ১৯৫৮ তানসেন (চিত্রনাট্য), যৌতুক (চিত্রনাট্য):
- ১৯৫৯ জলাঙ্গল (চিত্রনাট্য):
- ১৯৬২ বেনারসী,
- ১৯৬৫ গুলমোহর:
- ১৯৭২ স্ত্রী:
- ১৯৭৩ শেষ পৃষ্ঠায় দেখুন;
- ১৯৭৬ সেই চোখ:
- ১৯৭৭ হাতে রইল তিন, বাবুমশাই:
- ১৯৮২ প্রোাসী:
- ১৯৮৯ কড়ি দিয়ে কিনলাম।
আরও দেখুনঃ