বিজয় দে

বিজয় দেঃ বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।

তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়। তিনি প্রামাণ্য চিত্র, বিজ্ঞাপন চিত্র এবং সংবাদচিত্রও নির্মাণ করেন।

 

বিজয় দে । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বিজয় দে

 

জন্ম কলকাতায়, প্রথাগত শিক্ষা শেষে চিত্রগ্রাহক সুহৃদ ঘোষের সহকারী হিসাবে কাজ শুরু করেন। স্বাধীন চিত্রগ্রাহক হিসাবে প্রথম কাজ সুকুমার দাশগুপ্ত পরিচালিত ছোট বৌ (১৯৫৫)।

 

বিজয় দে । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

চলচ্চিত্র জীবনে মোট ৬৫টি বাংলা ছবি ছাড়াও অসমিয়া এবং ওড়িয়া ছবিতে চিত্রগ্রহণের কাজ করেছেন। যে সব উল্লেখযোগ্য পরিচালকের সাথে তিনি কাজ করেছেন তাঁরা হলেন অজিত লাহিড়ী, অজিত গঙ্গোপাধ্যায়, মানু সেন, চিত্ত বসু, গুরু বাগচী প্রভৃতি।

 

google news logo

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫৫ ছোট বৌ, জয় মা কালী বোর্ডিং,
  • ১৯৫৬ মানরক্ষা:
  • ১৯৫৮, মেজ জামাই, ডেলি প্যাসেঞ্জার
  • ১৯৬০ বিবাহ বিভ্রাট:
  • ১৯৬১ মিথুন লগ্ন
  • ১৯৬৬ অশ্রু দিয়ে লেখা, জোড়াদীঘির চৌধুরী পরিবার;
  • ১৯৬৮ গড় নাসিমপুর:
  • ১৯৭০ মুক্তিস্নান, পদ্মগোলাপ, এই করেছো ভালো
  • ১৯৭১ জননী, আটাত্তর দিন পরে
  • ১৯৭২ বিরাজ বৌ, শেষ পর্ব
  • ১৯৭৩ বিন্দুর ছেলে, আরণ্যক, আমি সিরাজের বেগম:
  • ১৯৭৪ রক্ত তিলক:
  • ১৯৭৫ ফুলু ঠাকুরমা, প্রেমের ফাঁদে।
  • ১৯৭৬ সম্রাট,
  • ১৯৭৭ ফুলশয্যা
  • ১৯৭৮ সৃষ্টিছাড়া, মান অভিমান, সিংহ দুয়ার
  • ১৯৭৯ দেবদাস, পম্পা
  • ১৯৮০ বড়ভাই, দর্পচূর্ণ,
  • ১৯৮১ প্রতিশোধ,
  • ১৯৮২ ফয়সালা, মা ভবানী মা আমার, মমতা, মাটির স্বর্গ, প্রেয়সী, সংকল্প, শুভরজনী, স্বর্ণমহল,
  • ১৯৮৩ এই ছিল মনে, জীবনমরণ:
  • ১৯৮৪ দাদামণি:
  • ১৯৮৫ মিলনতিথি,
  • ১৯৮৬ অভিমান,
  • ১৯৮৭ আবীর, অমর সঙ্গী, দোলনচাপা, পাপপুণ্য,
  • ১৯৮৮ দেনাপাওনা, পুনর্মিলন, রাতের কুহেলী,
  • ১৯৮৯ আমার তুমি, আক্রোশ, অমর প্রেম, আশা ও ভালোবাসা, বন্দী, ঝঙ্কার, জজ সাহেব
  • ১৯৯০ মন্দিরা:
  • ১৯৯২ প্রিয়া, প্রথম দেখা
  • ১৯৯৫ আবির্ভাব।

আরও দেখুনঃ

Leave a Comment