বন্যা মির্জা একজন বাংলাদেশী মঞ্চ ও টিভি অভিনেত্রী। তিনি টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি অল্প কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
প্রাথমিক জীবন
বন্যা মির্জা ১৯৭৫ সালের ৯ সেপ্টেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহন করেন।তার পিতা মির্জা ফারুক, একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক, তার মা খুরশিদা আক্তার একজন গৃহিণী। বন্যা মির্জা তাদের দ্বিতীয় মেয়ে। তার অন্যান্য ভাইবোনেরা হলেন লিপি মির্জা, সুমি মির্জা এবং সাদি মির্জা।
বন্যা লেখাপড়া করেছেন রাজধানী ঢাকার লালমাটিয়া মহিলা কলেজে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার ও পারফরম্যান্স বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চ শিক্ষা গ্রহনের পর ঢাকার বেইলি রোডের থিয়েটার গ্রুপের সঙ্গে জড়িত হয়ে পড়েন।
কর্মজীবন
বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড পরামর্শক হিসেবেও কাজ করেন তিনি। বর্তমানে বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে হেড অব মার্কেটিং হিসেবে কর্মরত রয়েছেন তিনি। একসময় তিনি সোমা মমতাজের কাছে ভরতনাট্যম শিখেছিলেন।অভিনেত্রী বন্যা মির্জা আমেরিকায় স্থায়ী অবস্থান করছেন।পাশাপাশি আমেরিকায় বর্তমানে তিনি একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন।
টিভি নাটকে তাকে অভিনয়ে দেখা না গেলেও মঞ্চ নাটকে তার উপস্থিতি রয়েছে। ঢাকার নাট্যদল দেশ নাটকের নিয়মিত অভিনয়শিল্পী বন্যা। এ দলের নতুন প্রযোজনা ‘জলবাসর’ নাটকে অভিনয় করেন তিনি।বন্যার সবকিছু একদিকে আর মঞ্চনাটক অন্যদিকে। শুরু থেকেই নিয়মিত ছিলেন মঞ্চে।সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ঘর গেরস্থি’তে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা।বন্যা মির্জা বাংলাভিশনের নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে টেলিভিশনে প্রথমবার নাচের অনুষ্ঠানে অংশগ্রহন করেন। তার সহশিল্পী ছিলেন সোহাগ।
ব্যক্তিগত জীবন
বন্যা মির্জার স্বামী মানস চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক, সংকলক হিসেবেও পরিচিত।
কর্মপরিধি
মঞ্চ
- টিভি নাটক
- রঙের মানুষ
- ভবের হাট
চলচ্চিত্র
- হেডমাস্টার (২০১৪)
- শরৎ ৭১
- রাবেয়া
- খ-চিত্র ৭১
- পিতা
- ঘর গেরস্থি
আরও দেখুনঃ