পাটনা সত্য বন্দ্যোপাধ্যায় (পি.এল.টি.)

পাটনা সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। তিনি তিনশো নাটকে অভিনয় করেছেন।

 

পাটনা সত্য বন্দ্যোপাধ্যায় (পি.এল.টি.) । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

পাটনা সত্য বন্দ্যোপাধ্যায় (পি.এল.টি.)

 

জন্ম বিহারের পাটনায়। স্কুল শিক্ষা নিয়েছিলেন লক্ষ্ণৌতে। ম্যাট্রিক পাস করে কলকাতায় আশুতোষ কলেজে ভর্তি হন। বিজ্ঞানে স্নাতক হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও শিক্ষা শেষ না করেই ভর্তি হন জার্মান ভাষা শিখবার জন্য। উৎপল দত্তর সাথে এল.টি.জি.তে যোগ দেন। পরে পি.এল.টি গঠনের সময়ও উৎপল দত্তর সাথে ছিলেন। প্রধানত নাট্যব্যক্তিত্ব, অভিনয়ের পাশাপাশি নাটক রচনাতেও নিজের পারদর্শিতার প্রমাণ দিয়েছেন।

প্রথম চলচ্চিত্রাভিনয় উৎপল দত্ত পরিচালিত মেঘ (১৯৬১) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় চল্লিশটি ছবিতে অভিনয় করেছেন। উৎপল দত্ত ছাড়াও কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, সলিল সেন, অরবিন্দ মুখোপাধ্যায়, অসিত সেন সহ আরও কিছু পরিচালকের সাথে।

 

পাটনা সত্য বন্দ্যোপাধ্যায় (পি.এল.টি.) । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

অভিনীত কয়েকটি চরিত্র শ্যামার বাবা (কলকাতা ৭১, ১৯৭২), জনৈক চাকরি প্রার্থী (কোরাস, ১৯৭৪); সোমনাথের বাবা (জনঅরণ্য, ১৯৭৬); নিবারণ চক্রবর্তী (জয় বাবা ফেলুনাথ, ১৯৭৯): হৃষিকেশ (একদিন প্রতিদিন, ১৯৮০) ইত্যাদি।

চলচ্চিত্রাভিনয়, নাট্যাভিনয়ের সাথে সাথে দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন। নাটক ও চলচ্চিত্রের উপর অনেকগুলি প্রবন্ধ ও গ্রন্থ লিখেছেন। প্রখ্যাত জার্মান নাট্যকার প্রেমট এর উপর তাঁর লেখা প্রবন্ধগুলিকে প্রামাণ্য হিসাবে গণ্য করা হয়।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৬১ মেঘ,
  • ১৯৭২ মেঘ;
  • ১৯৭২ কলকাতা ৭১
  • ১৯৭৪ কোরাস, সোনার কেন্না
  • ১৯৭৫ সন্ন্যাসী রাজা;
  • ১৯৭৬ জন অরণ্য,
  • ১৯৭৭ সব্যসাচী।
  • ১৯৭৯ জয় বাবা ফেলুনাথ:
  • ১৯৮০ একদিন প্রতিদিন:
  • ১৯৮১ বৈশাখী মেঘ:
  • ১৯৮২ ঝড়, মেঘমুক্তি, খেলার পুতুল, প্রেয়সী,
  • ১৯৮৩; মৌচোর, সংসারের ইতিকথা, অশ্লীলতার দায়ে
  • ১৯৮৪ প্রার্থনা, মা:
  • ১৯৮৫ প্রতিজ্ঞা,
  • ১৯৮৬ তিনপুরুষ:
  • ১৯৮৭ প্রতিভা, অর্পণ, ক্ষ্যাপা ঠাকুর
  • ১৯৮৮ মধুবন, পরশমণি
  • ১৯৮৯ গিলি গিলি গে;
  • ১৯৯০ গণশত্রু
  • ১৯৯২ ভালবাসা ও অন্ধকার:
  • ১৯৯৪ সিনেমায় যেমন হয়:
  • ১৯৯৫ সংঘর্ষ, কুমারী মা
  • ১৯৯৬ ভয়:
  • ১৯৯৭ মহান, বিদ্রোহ, মনের মানুষ, দশ নম্বর বাড়ি।

 

আরও দেখুনঃ

Leave a Comment