নবদ্বীপ হালদার । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

নবদ্বীপ হালদার: জন্ম বর্ধমান জেলার শোনপলাশি গ্রামে। অল্প বয়সেই প্রথাগত শিক্ষায় ছেদ ঘটে এবং নাটক ও চলচ্চিত্রাভিনয়ের সাথে যুক্ত হন। মূলত কৌতুকশিল্পী নবদ্বীপ অভিনয়ের সময়ে এক ধরনের কৃত্রিম কণ্ঠস্বর ব্যবহার করতেন এবং ঐ কন্ঠস্বরের কারণেই তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কিছুদিন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিও করেছেন।

 

নবদ্বীপ হালদার । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নবদ্বীপ হালদার । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

প্রথম ছবি ব্রিটিশ ডোমিনিয়ান ফিল্ম প্রযোজিত এবং দেবকী বসু পরিচালিত পঞ্চশর (নির্বাক, ১৯৩০)। সমগ্র চলচ্চিত্র জীবনে একশোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। দেবকী বসু ছাড়াও সুকুমার দাশগুপ্ত, চারু রায়, সত্ব সেন, মধু বসু, ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, প্রেমাঙ্কুর আতর্থী, শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, নীরেন লাহিড়ী, নির্মল দে, অর্ধেন্দু মুখোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য পরিচালকের সাথে কাজ করেছেন।

 

নবদ্বীপ হালদার । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কালীপদ দাস পরিচালিত মানিকজোড় (১৯৫২) ছবিতে শ্যাম লাহার সাথে যুগ্ম ভাবে নাম ভূমিকায় (নন্দ) অভিনয় করেছেন। অভিনীত অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র মিঃ নাগ (হানাবাড়ি, ১৯৫২), মদন (সাড়ে চুয়াত্তর, ১৯৫৩), যমদূত (স্বর্গ মর্ত্যা, ১৯৫৮) ইত্যাদি। চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার মঞ্চে, যাত্রায়, বেতার নাটোও অংশ নিয়েছেন। কৌতুক শিল্পী হিসাবে তাঁর রেকর্ডও প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিচিত্রানুষ্ঠানেও নিয়মিত অংশ নিতেন।

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৩০ পঞ্চশর
  • ১৯৩৬ জোয়ার ভাঁটা,
  • ১৯৩৭ শশীনাথ, গ্রহের ফের, রাজগী, ইন্দিরা,
  • ১৯৩৮ সৰ্ব্বজনীন বিবাহোৎসব, হাল বাংলা, অভিনয়, অভিসারিকা,
  • ১৯৪১ অবতার,
  • ১৯৪২ বন্দী।
  • ১৯৪৩ শহর থেকে দূরে
  • ১৯৪৪ গোঁজামিল,
  • ১৯৪৫ অভিনয় নয়, শ্রীদুর্গা, মানে-না-মানা
  • ১৯৪৬ নতুন বৌ, বন্দেমাতরম, দুঃখে যাদের জীবন গড়া,
  • ১৯৪৭ শৃঙ্খলা, রায়চৌধুরী, দেশের দাবী, দুই বন্ধু, নতুন খবর;
  • ১৯৪৮ শেষ নিবেদন, স্যার শঙ্করনাথ, ঘুমিয়ে আছে গ্রাম, অরক্ষণীয়া, মেয়ে, মাটি ও মানুষ, রং বেরং, কালোছায়া, শ্যামলের স্বপ্ন:
  • ১৯৪৯ তিলোত্তমা, বিষের ধোঁয়া, উল্টোরথ, পরশপাথর, কুয়াশা:
  • ১৯৫০ বীরেশ লাহিড়ী, বৈকুণ্ঠের উইল, ইন্দিরা, সন্ধ্যাবেলার রূপকথা, দিগ্‌ভ্রান্ত, রক্তের টান, সীমাস্তিক, কাঁকনতলা লাইট রেলওয়ে, যুগদেবতা, মর্য্যাদা,
  • ১৯৫১ ভক্ত রঘুনাথ, ওরে যাত্রী, পলাতকা,
  • ১৯৫২ বাগদাদ, পাত্রী চাই, কৃষ্ণকান্তের উইল, সহসা, রাণী ভবানী, হানাবাড়ি, স্বপ্ন ও সমাধি, মানিকজোড়,
  • ১৯৫৩ সাড়ে চুয়াত্তর, বৌদির বোন, মাকড়সার জাল, লাখ টাকা, শ্রীশ্রী সত্যনারায়ণ, রাজা কৃষ্ণচন্দ্র, ব্লাইন্ড লেন, দুই বেয়াই, অদৃশ্য মানুষ:
  • ১৯৫৪ ময়লা কাগজ, ভক্ত বিশ্বমঙ্গল, বাঙলার নারী, মরণের পরে, অমর প্রেম, ছেলে কার, ষোড়শী,
  • ১৯৫৫ নিষিদ্ধ ফল, দেবত্র, জয় মা কালী বোর্ডিং, কথা কও
  • ১৯৫৬ সাহেব বিবি গোলাম, রাজপথ, নাগরদোলা,
  • ১৯৫৭ কাঁচামিঠে, মমতা, সন্ধান, ওগো শুনছো
  • ১৯৫৮ পুরীর মন্দির, ধূমকেতু, স্বর্গ মর্ত্যা:
  • ১৯৫৯ শ্রীরাধা, রাতের অন্ধকারে, জলজঙ্গল,
  • ১৯৬০ ভয়, দুই বেচারা,
  • ১৯৬১ মিটার এন্ড মিসেস্ চৌধুরী, কঠিন মায়া, মধুরেণ, মিথুন লগ্ন
  • ১৯৬২ মন দিল না, বধু, খনা,
  • ১৯৬৩ হাই হিল।

 

আরও দেখুনঃ

Leave a Comment