নতুন পাতা চলচ্চিত্র: বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)।
তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়।
নতুন পাতা চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র
- প্রযোজনা — গোরা পিকচার্স।
- কাহিনি— প্রতিভা বসু।
- চিত্রনাট্য ও সংলাপ -অজিতেশ বন্দ্যোপাধ্যায়।
- পরিচালনা – দীনেন গুপ্ত।
- সংগীত পরিচালনা ওস্তান বাহাদুর খান।
- শিল্প নির্দেশনা—কার্তিক বসু।
- শব্দগ্রহণ — মৃণাল গুহঠাকুরতা, সুনীল ঘোষ, অনিল সেনগুপ্ত, অনিল তালুকদার, শ্যামসুন্দর ঘোষ।
- সম্পাদনা — রমেশ যোশী।
অভিনয় –
কাজল গুপ্ত, শিপ্রা মিত্র, শম্ভু মিত্র, শমিত ভঞ্জ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আরতি গঙ্গোপাধ্যায়, আশা দেবী, জহর রায়, চিন্ময় রায়, রুবি মিত্র, শিখা রায়চৌধুরী, গীতা সে।
কাহিনি—
গ্রামের দস্যি মেয়ে সাবিত্রীর (আরতি) ছোটবেলায় বাবা মারা যায়। বাড়িতে জ্যাঠা মশায়ের স্নেহ ছায়ায় তার দস্যিপনা উত্তরোত্তর বৃদ্ধি পায়। যথাসময়ে তার সাথে স্কুলশিক্ষক সুনীলের (শমিত) বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ির নানারকম বিধিনিষেধ তার পছন্দ হয় নি, সে পালিয়ে বাপের বাড়ি চলে আসে। সাবিত্রী অবাক হয়ে লক্ষ করে বাপের বাড়িতে তার আগের আধিপতা নষ্ট হয়ে গিয়েছে। সকলেই তার আচরণের নিন্দা করছে এমনকী তার ঘনিষ্ঠ বন্ধুরাও তার প্রতি বিরূপ।
এই সময় সাবিত্রী খবর পায় তার স্বামীর দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। আকস্মিক আঘাতে সে নিজের ত্রুটি বুঝতে পারে এবং শশুরবাড়ি ফিরে যায়। পরিবর্তিত সাবিত্রীর আচরণে শ্বশুরবাড়ির লোকেরা অবাক হয়।
ছবিটি বাংলা ভাষায় নির্মিত বছরের সেরা ছবি হিসাবে ভারতের রাষ্ট্রপতির পুরস্কার (সার্টিফিকেট অফ মেরিট) লাভ করে।
আরও দেখুনঃ