আমাদের আজকের আলোচনার বিষয়ঃ ইউরোপের চলচ্চিত্রের সূচিপত্র।
ইউরোপের চলচ্চিত্রের সূচিপত্র

চলচ্চিত্র শিল্প:-
চলচ্চিত্র শিল্প অথবা গতিশীল চিত্রশিল্প নির্মাণ নির্ভরশীল প্রযুক্তি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের উর্পর। যেমন চলচ্চিত্র নির্মাণ কোম্পানি, চলচ্চিত্র স্টুডিও, গতিশীল চিত্রগ্রহণ, চলচ্চিত্র তৈরি, চিত্রনাট্য রচনা, নির্মাণ পূর্ব-কর্ম, নির্মাণ পরবর্তী ক্রিয়া, চলচ্চিত্র উৎসব, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর; অভিনেতা-অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য লোকজন সংযুক্ত থাকেন একটি চলচ্চিত্র তৈরির সময়।
চলচ্চিত্র তৈরির সাথে বিরাট ব্যয়ের প্রশ্নটি জড়িত বিশেষভাবে তাৎক্ষণিকভাবে উৎপাদন প্রক্রিয়ার সাথে কোম্পানির বোঝাপড়া হতে হয়। প্রারম্ভেই চলচ্চিত্রের ক্ষেত্রে যান্ত্রিক সহায়তা, ব্যয়ের পুজির সহায়তা চলচ্চিত্রের প্রাথমিক অনুষঙ্গ হিসেবে গৃহীত। এসব থাকলেই সেক্ষেত্রে স্বাধীন একটি চলচ্চিত্র তৈরির সুযোগ হয়। হলিউড হচ্ছে পৃথিবীর প্রাচীনতম চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান এবং সেটা পৃথিবীর বৃহত্তম নির্মাতা প্রতিষ্ঠান, যেখান থেকে ইতোমধ্যেই অসংখ্যা চলচ্চিত্র তৈরি হয়েছে।
বিশ্ব চলচ্চিত্র আফ্রিকান চলচ্চিত্র এশিয়ান চলচ্চিত্র পূর্ এশিয়ান চলচ্চিত্র দক্ষিণ এশিয়ান চলচ্চিত্র পশ্চিম এশিয়ান চলচ্চিত্র ইউরোপিয়ান চলচ্চিত্র ল্যাটিন আমেরিকান চলচ্চিত্র উত্তর আমেরিকান চলচ্চিত্র ওসেনিয়াস চলচ্চিত্র বর্নেমানে চলচ্চিত্রের বড় বাজার যুক্তরাষ্ট্র,চীন, সংযুক্ত আরব আমিরাত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত; তবে এককভাবে ভারতে, নাইজেরিয়া এবং যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্ত হয়। এই তালিকায় অন্যান্য দেশের মধ্যে হংকং এবং ইউরোপের যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, স্পেন এবং জার্মানি বৃহৎ চলচ্চিত্র উৎপাদনকারী দেশ। পৃথিবীব্যাপী সিনেমা হল কেন্দ্রিক ২০১৫ সালের সর্মোট বাণিজ্যের পরিমাণ ইউএসডি ৩৮.৩ বিলিয়ন, উত্তর আমেরিকা এবং ইউরোপ মিলে ইউএসডি ১১.১ বিলিয়ন, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় হয়েছে ইউএসডি ৯.৭ বিলিয়ন।
সাধারণ চলচ্চিত্রায়নের ক্ষেত্রে লোকেশন (স্থান) গুরুত্বপূর্, যেহেতু সেখানে চলচ্চিত্রটি উৎপাদিত হয়। কেননা শ্রম এবং অবকাঠামোগত ব্যয়ের কারণে অনেক চলচ্চিত্রই দেশের বাইরের বিভিন্ন স্থানে উৎপাদিত হয়; কেননা কোম্পানি এই ব্যয়ভার বহন করে এবং স্থানও নির্ারণ করে। উদাহণস্বরূপ বলা যায়, যুক্তরাষ্ট্রের অনেক চলচ্চিত্রই নির্ত হয় কানাডায়, নাইজেরিয়ার চলচ্চিত্র নির্ত হয় ঘানায়; যখন ভারতের অনেক চলচ্চিত্রই আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুরেও নির্ত হয়।
উৎসর্গ
বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট
কর্পোরেশনের সাবেক ম্যানেজিং ডিরেক্টর
জনাব আ ন ম বদরুল আমিন-কে
যিনি বিশ্বাস করেন গুরুত্বপূর্ণ মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই ।
- ভাবনায় অভাবনীয় ইউরোপের চলচ্চিত্র
- বাতাসে গোলাপের ঘ্রাণ : চলচ্চিত্রাঙ্গন বেলজিয়াম
- পাতার আড়ালে রসালো লিচু : চলচ্চিত্রাঙ্গন চেক রিপাবরিকান
- তেজোদীপ্ত পদচারণায় : চলচ্চিত্রাঙ্গন জার্মানি
- লা ভি অঁ রোজ
- মার্টিস ওয়ার্ল্ড
- ইউরোপের চলচ্চিত্র সুইমিংপুল
- আই সার্ভ দ্য কিং অব ইংল্যান্ড

- ফোর মিনিটস
- দ্য ফ্যামিলি জুয়েলস
- সিনেমা প্যারাডিসো
- বাটারফ্লাই’স টাং
- ইউরোপের চলচ্চিত্র ভোড্রেক
- স্লামডগ মিলিয়নেয়ার
- এভরিবডি ফেমাস
- ফাইন্ডিং নেভারল্যান্ড
- ইউরোপের চলচ্চিত্র ফ্রস্ট/নিক্সন

