Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

অস্কারে সেরা গান : ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ । সারা সপ্তাহের খবর

অস্কারে সেরা গান : ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ । সারা সপ্তাহের খবর

আমাদের আলোচ্য বিষয়ঃ অস্কারে সেরা গান : ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’

ফিল্ম গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা ফিল্ম খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিষয় : অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কে ?, অস্কারে সেরা গান : ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’, অস্কারে আন্তর্জাতিক সিনেমা কেড়ে নিল ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, ভারতীয় তথ্যচিত্র তুলে নিল কাঙ্কক্ষিত অস্কার, সাদা কালোয় ভূমি, রোমাঞ্চএর সাথে আছে সামাজিক বার্তাও, ফ্লোরেন্স পিউয়ের আছে মার্ভেলে, আছেন কম বাজেটেও।

 

 

অস্কারে সেরা গান : ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ । সারা সপ্তাহের খবর

অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কে ?

অবশেষে জানা গেলে অস্কারের সেরা সিনেমার নাম। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসর একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরের সেরা সিনেমা হিসেবে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’-এর নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়।

 

 

অস্কারে সেরা গান : ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’

গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারেও সেরা মৌলিক গানের পুরস্কার বাগিয়ে নিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়।

গত বছর মুক্তির পর এস এস রাজামৌলির সিনেমাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এ আলোড়নের অন্যতম কারণ এই ‘নাটু নাটু’গান।

অস্কারে আন্তর্জাতিক সিনেমা কেড়ে নিল ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

অস্কারের ৯৫তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমার পুরস্কার পেয়েছে জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

নেটফ্লিক্সে মুক্তির পরই ঝড় তোলে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের একই নামের উপন্যাস থেকে তৈরি হয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।

 

 

ভারতীয় তথ্যচিত্র তুলে নিল কাঙ্কক্ষিত অস্কার

৯৫তম অস্কারের স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে সেরা তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কার তুলে দেওয়া হয়েছে নির্মাতা কার্তিকি গনসালভেস ও প্রযোজক গুণীত মঙ্গার হাতে।

সাদা কালোয় ভূমি

বলিউড নায়িকা ভূমি পেড়নেকর। সাদা-কালো ছবিতে সম্পূর্ণ নতুন রূপে তিনি। ‘ভিড়’ ছবিতে একদম সাদামাটা মেয়ের চরিত্রে ভূমি। ২০২০ সালের করোনার বিধিনিষেধে মানুষের অসহয়তার কাহিনি নিয়ে ছবিটি তৈরি করেছেন অনুভব সিনহা। অনুভবের ছবির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি ভূমি। ছবিটি প্রসঙ্গে ভূমি বলেছেন, ‘“ভিড়” এমন এক কাহিনি, যার সম্পর্কে বলা জরুরি ছিল।

 

 

রোমাঞ্চএর সাথে আছে সামাজিক বার্তাও

মারকিউলিস–এ রহস্যের চমক নিয়ে আসছে চরকি। ক্রাইম, থ্রিলার, সাসপেন্সে ভরপুর এই সিরিজে সামাজিক নানা বিষয়ও উঠে আসবে। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সিরিজটিতে জয়িতা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ফ্লোরেন্স পিউয়ের আছে মার্ভেলে, আছেন কম বাজেটেও

অভিনেত্রী ফ্লোরেন্স পিউয়ের ক্যারিয়ারগ্রাফটা অদ্ভুত। কম বাজেটের স্বাধীন ঘরানার সিনেমা যেমন করেছেন, তেমনি আবার মার্ভেলের সিনেমাও করেছেন। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী টোটাল ফিল্ম-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই তারকা বলেছেন, ক্যারিয়ারজুড়েই এ বৈচিত্র্য ধরে রাখতে চান তিনি।

আরও দেখুনঃ

Exit mobile version