Site icon চলচ্চিত্র গুরুকুল [ Film Gurukul ] GOLN

অপর্ণা ঘোষ | বাঙালি মডেল, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী

অপর্ণা ঘোষ

অপর্ণা ঘোষ বাংলাদেশী মডেল এবং টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন। প্রাথমিকভাবে মডেলিংয়ে কমর্জীবনের শুরুতে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তিনি প্রায় আশির অধিক টেলিভিশন খন্ডনাটক, ধারাবাহিক এবং টেলিছবিতে অভিনয় করেছেন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। ২০১৩ সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল মেঘমল্লার (২০১৪), সুতপার ঠিকানা (২০১৫), দর্পণ বিসর্জন (২০১৬) ও ভুবন মাঝি (২০১৭)।

প্রাথমিক কর্মজীবন

অপর্ণা ঘোষের জন্ম ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি। ছেলেবেলা কেটেছে রাঙামাটি এবং চট্টগ্রাম শহরে। তিনি রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন। তার বাবা অলোক ঘোষ একজন মঞ্চ অভিনেতা ছিলেন। অপর্ণা শুরুতে মঞ্চে অভিনয় করতেন।

বাবার অভিনয়ে আকৃষ্ট হয়ে ২০০৩ সালের দিকে নান্দিকার নামে চট্টগ্রামের একটি স্থানীয় থিয়েটার দলে মঞ্চকর্মী হিসেবে যোগ দেন তিনি। তার প্রথম অভিনীত এস এম সোলায়মানের কোর্ট মার্শাল। এরপর মঞ্চে উইলিয়াম শেকসপিয়র রচিত ওথেলো, দ্য মার্চেন্ট অব ভেনিস, পাপপূর্ণ সহ একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন। নান্দিকারের সঙ্গে তিনি এছাড়াও পাপ-পুণ্য, জ্ঞানবৃক্ষের ফল, গোড়ায় গলদ ইত্যাদি নাটকে অভিনয় করেন।

২০০৬ সালের দিকে তিনি ঢাকায় আসেন। সে বছরই লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন অপর্ণা। পরবর্তীকালে তবুও ভালোবাসি নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটান।

চলচ্চিত্র

২০০৯ সাল থেকে তিনি স্থায়ীভাবে ঢাকায় বাস করছেন।মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। বেশকিছু টেলিভিশন ধারাবাহিক এবং খণ্ড নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হল মৃত্তিকা মায়া (২০১৩), মেঘমল্লার (২০১৪), সুতপার ঠিকানা (২০১৫), দর্পণ বিসর্জন (২০১৬), ও ভুবন মাঝি (২০১৭)।

 বিজ্ঞাপনচিত্র

অপর্ণা বসুন্ধরা কর্পোরেট, প্রাণ সস, অটবি, নিডো, প্যরাসুট নারিকেল তেল, হোয়াইট প্লাস টুথপেস্ট ইত্যাদি বাণিজ্যিক পণ্যের টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন ব্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন অপর্ণা।

২০১৬ সালে মাছরাঙা টেলিভিশনে রূপ কথা নামে একটি সৌন্দর্যচর্চাবিষয়ক অনুষ্ঠান উপস্তাপনা করেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বরে একটি অনলাইন নিউজপোর্টালে তার ভুয়া মৃত্যুু সংবাদ প্রচার আলোচনায় আসে।

আরও দেখুনঃ

Exit mobile version