লিসাকে পেছনে ফেলে গিনেসে বিটিএসের জাংকুক | সারা সপ্তাহের খবর

লিসাকে পেছনে ফেলে গিনেসে বিটিএসের জাংকুক -এর খবর দিয়ে শুরু করছি ফিল্ম খাতের সম্প্রতি ঘটে যাওয়া নিউজ। আমরা ফিল্ম খাতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

লিসাকে পেছনে ফেলে গিনেসে বিটিএসের জাংকুক

 

লিসাকে পেছনে ফেলে গিনেসে বিটিএসের জাংকুক | সারা সপ্তাহের খবর

ব্ল্যাকপিঙ্কের গায়িকা লিসাকে পেছনে ফেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিলেন বিটিএসের গায়ক জাংকুক। ডিজিটাল মিউজিক সার্ভিস স্পটিফাইয়ে কে পপ গায়কদের মধ্যে সবচেয়ে কম সময়ে এক বিলিয়ন স্ট্রিমিংয়ের রেকর্ড গড়েছেন জাংকুক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, স্পটিফাইয়ে জাংকুকের তিন গান—‘স্টে অ্যালাইভ’, ‘লেফট অ্যান্ড রাইট’ ও ‘ড্রিমারস’ প্রকাশের ৪০৯ দিনের মাথায় এক বিলিয়নের মাইলফলক ছুঁয়েছে।

কনসার্টে আহত অরিজিৎ সিং

অরিজিৎ সিংয়ের কনসার্ট মানে ফ্যানদের উন্মাদনা থাকবেই। কিন্তু ভারতের জনপ্রিয় এই সংগীতশিল্পীর শেষ কনসার্টে উন্মাদনাটা একটু বেশিই হয়ে গিয়েছিল। যার খেসারত দিতে হয়েছে অরিজিৎকে। হাতে গুরুতর আঘাত পান তিনি। কিছুক্ষণের জন্য গান বন্ধ থাকলেও গত রোববার আওরঙ্গবাদে অনুষ্ঠিত এই কনসার্ট শেষ করেই মঞ্চ থেকে নামেন অরিজিৎ।

‘পিকু’র ৮ বছর, দীপিকার স্মৃতিতে ইরফান

দেখতে দেখতে তিন বছর পেরিয়ে গেল—নেই ইরফান খান। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবারই নয়, পুরো বলিউড ডুবে গিয়েছিল এক গভীর শোকের সাগরে। বলিউড আজও কাঁদে ইরফান খানের বিয়োগে। এবার ইরফানের স্মৃতিতে কাতর দীপিকা পাড়ুকোন। ‘পিকু’ ছবির আট বছর পূর্তি উপলক্ষে দীপিকার স্মৃতিতে ফিরলেন ইরফান!

২০১৫ সালে মুক্তি পেয়েছিল সুজিত সরকার পরিচালিত ছবি ‘পিকু’। এই ছবির মূল তিন চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন, ইরফান খান আর দীপিকা পাড়ুকোন। ‘পিকু’ ছবির অন্যান্য চরিত্রে ছিলেন যিশু সেনগুপ্ত, মৌসুমি চট্টোপাধ্যায় প্রমুখ। ‘পিকু’ ছবিটি মুক্তির আট বছর পূর্ণ হলো। 

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ধ্যানের প্রশিক্ষণ নিতে নেপালে আমির খান

সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ফ্লপ। এরপর একটি রিমেক সিনেমা ‘চ্যাম্পিয়ন’ করার কথা ছিল আমির খানের। তবে নতুন সিনেমার বদলে অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত জানান এ অভিনেতা। আমির বলেন, বিরতির সময়টা পরিবারের সঙ্গে থাকবেন তিনি। এবার তিনি নেপালে গেলেন ধ্যান বিষয়ে প্রশিক্ষণ নিতে। রোববার শুরু হয়েছে ১১ দিনের মেডিটেশন কোর্সটি। খবর টাইমস অব ইন্ডিয়ার

পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হলো ‘দ্য কেরালা স্টোরি’

পশ্চিমবঙ্গে আলোচিত-সমালোচিত হিন্দি সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্ন থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। স্থানীয় গণমাধ্যম আনন্দবাজারকে নবান্ন সূত্র জানিয়েছে, শান্তি-সৌহার্দ্য বজায় রাখতেই পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে, তা রাজ্যটির শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।

ঢাকায় গাইবেন অনুব জৈন

 

লিসাকে পেছনে ফেলে গিনেসে বিটিএসের জাংকুক | সারা সপ্তাহের খবর

 

ঢাকায় গাইবেন ‘বারিষে’, ‘মাজাক’-খ্যাত ভারতের তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈন। আগামী ১ জুন তাঁকে নিয়ে ‘আনুব জৈন লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে এডভেন্টর কমিউনিকেশনস ও ট্রিপল টাইম কমিউনিকেশনস।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের দলীয় সংগীতে মাশা

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের একটি দলীয় সংগীতে অংশ নিয়েছেন তরুণ শিল্পী মাশা ইসলাম। গত শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নেন তৃতীয় চার্লস। রাজার সম্মানে বিবিসির আয়োজনে ইংরেজ গায়ক স্টিভ উইনউডের বিখ্যাত গান ‘হায়ার লাভ’ পরিবেশন করেন কমনওয়েলথের ৫৬ সদস্যরাষ্ট্রের শিল্পীরা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাশা ইসলামকে মনোনীত করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।

আরও পড়ূনঃ

Leave a Comment